ওয়ালেট কে বাংলায় মানি ব্যাগ কে বলা হয়,
রেস্টুরেন্ট কে হোটেল বা ভাতের হোটেল কয়!
মানি ব্যাগ মানে টাকার থলি, তা মোরা বলি?
সিকো ঘড়িকে সাইকো বললে তো কান মলি!
এয়ার কন্ডিশন্ড কে বাংলায় বলছে বাতানকূল,
শীতাতপনিয়ন্ত্রিত নয়? তাপানুকূল! লিখা ভুল!
তাপানুকূল’ শব্দ টা ইংরেজিতে থার্মো-কন্ডিশন
সুই্টজারল্যান্ডকে সুইজারল্যান্ড! কোথায় মন?
বসুন্ধারা পাবলিক স্কুল এন্ড কলেজ বাংলাতে?
কী অদ্ভুত বাংলা-ইংরেজি শব্দরা যে এক সাথে!
বসুন্ধারা পাবলিক স্কুল ও কলেজে লিখার গতি...
সরকারী, বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের কী ক্ষতি!