চীনের আরেকটি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা!
ইউনান প্রদেশে সুন্দর একটি..
নাম ''ইউনান বিশ্ববিদ্যালয়''
২০২০ সালে করেছিল তারা চালু
বাংলা শিক্ষা বিভাগ,
বাংলা ভাষার ক্ষেত্রে_
এটি পঞ্চম বিশ্ববিদ্যালয়...
তাদের দেশে তরুণ-তরুণীদের
এ ভাষার প্রতি আগ্রহ কারণেই চালু,
চার বছরের স্নাতক সম্মান কোর্স!
এক বছর পরপর বাংলা সম্মান কোর্সে
ছাত্র-ছাত্রী ভর্তি করা হচ্ছে সংখ্যাতে ও বাড়ছে এখন ...
সেখানেই তারা চর্চা করে বাংলা ভাষা!
আমাদের দেশে অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে-হচ্ছে,
চলে কিন্তু ইংরেজী ভাষার মাধ্যমে ...
বাংলা ভাষার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোন আগ্রহ নেই!
দেশী ও বিদেশী শিক্ষার্থীদের
কোথাও বাংলা ভাষায় কোর্স নেই?
কারা অনুমতি দিল? যারা দিল, বাংলা-ভাষার শত্রু!
এসব বিশ্ববিদ্যালয় দেশী ও বিদেশী শিক্ষার্থী
বাংলা-ভাষা একটু না পড়েও সনদ-পত্র পায়!
কিভাবে ? অন্য কোন দেশে একেবারেই অসম্ভব!
তাদের দেশের ভাষা পড়তেই হবে...
দেশে গণ-মাধ্যম সভা-সেমিনার বিশ্ববিদ্যালয়
টকশো তে বাংলা ভাষা ব্যবহার না করে
ভুল উচ্চারণে ইংরেজী বলে কারা
পাণ্ডিত্য জাহির করে? কারা বাংলায় কথা বলে
তাদের আঞ্চলিক বাংলায়?
তাদের ছেলে-মেয়েরা কোথায় পড়ে?
সনদ কেনা যায় এসব বিদ্যালয়ে...
শুল্ক ফাঁকি দিয়ে কী সুন্দর ব্যবসা!