নষ্ট শামুকে
পা কেটেছে সেদিন তাঁর
নয়া লোক সরকার...








(  এ লেখা কি কোন কবিতা হলো?

খুবই বাজে কাব্য...
বড় কবিঃ  মন্দ লেখার কারণ টা বলো?
বাংলাদেশে সকাল এগার টা বাজতে
আমার কয়েক মিনিট ই আছে যে বাকী,
কবিতাটি এগার টা বাজার আগেই লিখতে
হবে, তা না হলে যে সময় দেবে ফাঁকি!
১৪৪০ মিনিট অপেক্ষা করতে হবে আজ
নয়া পদ্য লিখতে হলে...
ঠিক এগারো টা ০ মিনিট ০ সেকেন্ড
কবিতা লেখা হয় বলে!
কারণ টা দিনে একটা র বেশী কাব্য যায় না লেখা...
কাব্য পড়ে সুন্দর মন্তব্য না করলে,হবে না শেখা!

৩/৪ মিনিটে এমন কী কবিতা! লেখা যায়? )