ওরা তো কপাল গুণে ই গোপাল ঠাকুর,
তারা মানুষ নয়, নয় প্রভু- ভক্ত কুকুর!
ঘিরে ধরেছে চারদিকে শকুনি মামা রা ...
ঘাটের মরা কে নির্বাচিত করেছে কারা?
দেশটাতে এখন দশ চক্রে ভগবান ভূত...
নাবালকদের সাথে ই খেলছে কুত-কুত!
হাত কাম্ড়াচ্ছে আন্দোলনের সক্রিয় রা,
ইঁদুর কপালে আমজনতা যে আশা হারা!