কোনটা আমাদের দেশ?
বাংলাদেশ! এ দেশে ই একজন দেশ নেতার ভীষণ অভাব...
সঠিক নেতৃত্ব ছিল না, পতনে হাসিনা সরকারের যত পাপ!
ভিন্ন দেশের স্বার্থসিদ্ধি তে মানুষ এখন ব্যস্ত!
সবাই মিথ্যা বলে, অযোগ্য দের হাতে ন্যস্ত ...
শুনছি না কেন তাদের মুখে গরীব দুঃখীর কোন কথা!
নিজের হাতে আইন তুলে নিচ্ছে, দিচ্ছে কতই ব্যথা...
গণ মানুষের জয় হলে বাড়েনি শাসনের কোন গুণ,
অদৃশ্য এক থাবা! অপেক্ষায় আছে কত যে শকুন!
একাত্তরের শত্রু রা মাথা চাড়া দিয়ে উঠেছে আবার!
তাদের পতাকা উড়ে, কখনো ক্ষমা চায়নি হানাদার?
তিপ্পান্ন বছরের আগে_
আসল এক নেতার দেয়া এক স্বাধীন দেশ!
দেশপ্রেমিক নেতার বহু সঙ্কটে ছিঁড়ি কেশ? ...
'আমার সোনার বাংলা' হতে চলেছে ব্যর্থ?
আজ, সবাই নেতা হতে চায়, আছে স্বার্থ!
এ দেশের নেতা হবার জন্য আছে কি মাপকাঠি?
বিদেশী ডিগ্রী আর আন্তর্জাতিক পুরস্কারের আটি!
এমন সরকার প্রধান হয় পৃথিবীর কোন দেশে?
দুর্ভাগ্য আমাদের, সব কিছু হচ্ছে বাংলাদেশে!