বিশ বছর আগে একুশে আগস্টের আওয়ামী লীগের_
মিটিং এ চব্বিশ জন কর্মী সহ আরো একশত প্রাণ নাই!
অন্তর্বর্তী সরকারের ভয়ে দেশীয় পত্রিকা গুলোতে কী পাই?
এ দিন টির কোন রকম খবর নেই, শুধুই দুই একটি তে খুব ছোট করে লিখা_
''হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল নিস্পত্তির অপেক্ষায়''_ বিচারের শিখা?
সব সরকারের পা চাটা গণমাধ্যমের খাদক...
চরিত্রহীন সঞ্চালক সাংবাদিক ও সম্পাদক!
সবাই ক্ষমতা পেয়ে তখন তো অন্ধ হয়ে যায়,
তারাই বলে, দেশটা স্বাধীন? আবার মিষ্টি খায়!
সম্পাদক -সাংবাদিক রা সতত ব্যবসায়ী,
সরকারী চাকরিজীবী রা কখনো মিতব্যয়ী?
এখন কি বি.এন.পি ও অন্তর্বর্তী সরকার দেশকে চালায়?
উগ্র ধর্মীয় ব্যবসায়ী-নেতারা গণতন্ত্রের কত যে গান গায়...
পেছনে কে? আমেরিকা ভারত ও পাকিস্তান করবে না কিছু,
ভারতীয় ডম্বুর বাঁধের পাহাড়ি ঢল! ঘরবাড়ি আর ভূমি নীচু!
পাকিস্তানের শাহবাজ,আমাদের দেশের নেতা কে কটূক্তি,
ভুলে গেলে চলবে না! তিনি ই দিয়েছিলেন দেশকে মুক্তি!
জানি না? অসত্যের দাপট টা হয় ক্ষণস্থায়ী,
এত গুজবের জন্য কারা কারা দেশে দায়ী?
দলের কাছে নয়, দেশের কাছে বিক্রি মাথা,
পুরোনো বোতলে ন তুন মদ, থাকছে ব্যথা!
বিচার করলে আনতে ই হবে কাঠগড়ায় সবগুলো দল...
নিরপেক্ষতা দেখালে,আসবে আন্দোলনের আসল ফল!