যেন কিছু ছোট্ট আর্কটিক ফুল,
মেরু প্রান্তের কাছে,
অক্ষাংশের নিচে আমি ঘুরে বেড়িয়েছি,
যতক্ষণ না বিভ্রান্তি আসে
গ্রীষ্মের মহাদেশগুলোতে,
সূর্যের আকাশে,
অদ্ভুত আলোকিত ফুলের ভিড়ে
এবং ভীনদেশী সুরের পাখির গুলো!
আমি বলি, যেন এ ছোট্ট ফুলগুলোর মতো
ইডেনে ঘুরে বেড়ায় -
তারপর কি হবে? কেন, কিছুই না, একমাত্র,
তা থেকেই তোমার অনুমান!
মূল : As if some little Arctic flower
By: Emily Dickinson
( Poem-a-Day, the Academy of American Poets, U S A)
As if some little Arctic flower,
Upon the polar hem,
Went wandering down the latitudes,
Until it puzzled came
To continents of summer,
To firmaments of sun,
To strange, bright crowds of flowers,
And birds of foreign tongue!
I say, as if this little flower
To Eden wandered in —
What then? Why, nothing, only,
Your inference therefrom!
This poem is in the public domain. Published in Poem-a-Day on December 1, 2024, by the Academy of American Poets.