আমরা অকৃতজ্ঞ জাতি, আবার সেটা প্রমাণ হলো!
একটি সরকারের পতনে দেশ কোন দিকে গেলো?
আবার স্বাধীন হলো! দেশ পরাধীন ছিল? কী কথা!
কোন দল বা শাসক বুঝেছিল গণ-মানুষের ব্যাথা?

সব দেশের স্থপতি আছে, তাদের কে করে সম্মান...
মোদের দেশের স্থপতিকে কেন করে এত অপমান?
সন্তানের জন্য মৃত মা-বাবা কে দায়ী করছে এখন...
অকৃতজ্ঞ জাতি! কারণ টা বের করতে কী বলে মন!

দেশে চলছে অগ্নি-সন্ত্রাস হত্যা জিঘাংসার কত কিছ...
করা দ্রুত নির্বাচনের ইচ্ছা! ক্ষমতার মসনদের পিছু?
এ দেশের স্বাধীনতা বিরোধী শক্তি করছে পায়তারা!
আসল নেতাকে সম্মান না দিলে কৃতজ্ঞ জাতির হারা।