দুই হাজার চব্বিশ সালের আট ই আগষ্টে_
ছাত্র-জনতার আন্দোলনে আসলো এক সরকার,
অন্তর্বর্তীকালীন এরা, বিপ্লবী নয়! জানতো না তারা...
দেশ চালানোর অনভিজ্ঞতা, সে মহূর্তে কী করা দরকার!
সংকটকালে দেশের শাসনতন্ত্র, হয়নি সংবিধান সভা...
সুযোগ টা এসেছে দিতে গণতন্ত্রের এক আসল প্রভা!
এখন পর্যন্ত তারা আঁকতে পারেনি সুন্দর এক রূপরেখা,
এন.জি.ও চালানো লোকগুলোর উচিৎ রাজনীতি শেখা?
গণতন্ত্র মানে সাম্যবাদ, এক দলীয় বা বহু দলীয় গণতন্ত্র বলে নেই কোন কিছু...
দেশ চালানো মানে কি স্বৈরাচারী হওয়া? জনকল্যাণে ওরা থাকবে জাতির পিছু!
অন্তর্বর্তীকালীন সরকার মানে শুধু ক্ষমতা নয়, দেশেরই স্বার্থে এখন কাজ...
কোন দলকে সাহায্য নয়, আগে নিয়েছে, আবারো শপথ নিতে হবে আজ!