সব অনিয়ম দিয়ে নিয়ম হয়ে গেছে,
যা বলছে ওরা সব কিছুই যে মিছে!
প্রতিনিয়ত মনে জাগে প্রশ্ন কত শত!
যুক্তিহীন কথা আর মন্তব্য শুনি যত...
নিজ সুবিধায় করে যাচ্ছে তারা কাজ...
কুকর্ম স্বাভাবিক, নেই কখনো লাজ!
প্রশ্ন করি, দেশ কে কি বাসো ভালো?
প্রসঙ্গ পাল্টে তারা মুখ করে কালো!
স্বার্থ সিদ্ধিতে ব্যস্ত, নেই স্বদেশ ভক্তি...
দূর্নীতি সর্বত্র এ দেশে, নেই যে মুক্তি!
সরকারী আর ব্যক্তিগত কৃচ্ছ্রতা পালন...
যদি আসল দেশপ্রেম মনটাতে লালন!