আমেরিকা কিন্তু কোন কারণ ছাড়া দেয় না ডলার,
এই ব্যাপারে দেশের মানুষের অনেক আছে বলার!
উনত্রিশ মিলিয়ন ডলারে ৩৫০ মিলিয়ন টাকা হয়....
বাংলাদেশে কে টাকা দিয়েছে 'ডোনাল্ড ট্রাম্প‘ কয়!
বিশাল এ ফান্ড দেয়া, গত সরকারের পতনের জন্য?
মধ্যবর্তী সরকার ক্ষমতায়, অনেকে হয়েছে কী ধন্য!
কিছু ছাত্র-জনতা, নয়া অনধীনতায় বলছে কত কথা...
একবার তারা ভাবে কি অসহায় জনতার শত ব্যথা?
দেবীর অভিশাপে পড়া লোকটির ৬৬৬ কোটি টাকা_
আয়কর মাফ,মানুষ আশায় বুক বাঁঁধে,আইন বাঁঁকা?
রাজনীতি,ছাত্রদের পড়াশোনা বাদ,নয়া দল,একুশ_
বছরে ক্ষমতার স্বাদ! পালাবে যখন ই আসবে হুঁঁশ...