তুমি এসেছিলে বলে!
ভোরের স্নিগ্ধ শিশিরে উঠি আমি শিউরে,
বসন্তি কোকিলের কুহু ধ্বনি শুনি আমি নিরবে।
সন্ধ্যা আরতি সাজাই এখনো হৃদয় মন্দিরে,
এখনো আমি গল্প বলি আমার কল্প নিড়ে।
তুমি এসেছিলে বলে!
এখনো আমি দৃশ্য আঁকি হাজার রং তুলিতে,
এখনো আমি স্বপ্ন দেখি অঘোর ঘুমের ঘোরে।
বেসুরা কন্ঠে এখনো গায় তনমন খোলে,
এখনো আমি কবিতা লিখি অগোছালো অক্ষরে।
তুমি এসেছিলে বলে!
ঘাম ঝরানো দেহে কাকফাটা রৌদ্রে,
বিশ্রামহীন পথচলি অজানা প্রান্তরে।
স্মৃতির পাহাড় জমা হোক হৃদ মন্দিরে,
ক্লান্তিহীন দিনগুলো শুভ হয়ে আসুক বারে বারে।
তুমি এসেছিলে বলে!
তুফান বায়ু আর মেঘলা আকাশে মেঘেদের গর্জনে,
আজো বৃষ্টিস্নানে বেরিয়ে যায় অঘোর বর্ষনে।
অচেনা নৃত্যে মেতে উঠি তাই বৃষ্টির তালে তালে,
নিষ্প্রাণদেহ মিলিয়ে দিয়েছি প্রকৃতির তরে।
তুমি এসেছিলে তাই!
স্বপ্নবিভোর প্রতিটি রাত এভাবেই কেটে যায়,
বাস্তবতায় পাই বা না পাই স্বপনে মিশে পাই।
আগামীর রাতে স্বপ্নে বিভোর এভাবে মজতে চাই,
নিদ্রাকালে পাশে থেকো,রবো তোমারি অপেক্ষায়।।