বাবা, কোথায় আছ তুমি?
সেই দূরপ্রান্তে এখনো তোমায় খুঁজি।
অচিরেয়,নিষ্পলকেই তোমায় যেন হাড়িয়েছি,
কালো কাষ্টের বিচানার চাদরের জমিনে
নিরলস হয়ে এখনো তোমায় খুঁজে ফিরি।
বাবা, কোথায় আছ তুমি?
এখনো আমার চক্ষে স্বস্পষ্ট ভাসে
মেহেন্দি লাগানো তোমার দাড়ি ভরা মুখ খানি।
এখনো আমার প্রায় দুকর্ণ জুড়ে
কোমল কণ্ঠে তোমার খোকা ডাক শুনি।
বাবা, কোথায় আছ তুমি?
ক্রন্দনের উত্তাল ঢেউ তুলে বুকে,
পাড়ি দিয়েছ তুমি অজানা অচেনা দেশে।
ধবধবে সাধা কাপনে তোমায় সাজিয়ে দিয়েছি আমি,
নিতর নিশ্চুপে সেদিন ঘুমিয়েছিলে তুমি।
বাবা, কোথায় আছ তুমি?
সেদিন সাধা কাপন জড়ানো দেহে,
শুয়েছিলে তুমি স্বর্ণালী খাটেতে।
ঘোঙরিয়ে ঘোঙরিয়ে সেদিন কেঁদেছিলাম আমি,
তারপরও নির্বাক নির্কণ্ঠ ছিলে তুমি।
বাবা, কোথায় আছ তুমি?
স্বজনের ক্রন্দনে উঠান ওটে উজারে,
নিষ্টুর পাষানের মত তোমার শেষ বিদায়ে,
সেদিন খোদার দেশে যাওয়ার পালকিতে চড়ে তুমি,
গিয়েছ খোদার দেশে হতবম্ভ আমি।
বাবা, কোথায় আছ তুমি?
খোদার দেশের গাড়ি যখন দিয়েছিল ছাড়ি,
স্বাদের বসেই সেদিন কাঁধে নিয়েছিলাম তুলি।
আল্লাহু রব্বি আর মোহাম্মদ নবি (সঃ)
উজার কণ্ঠে জোয়ার ওঠে মুসল্লিদের ধ্বনি।
বাবা, কোথায় আছ তুমি?
দলে দলে জনতারা আসে মহাসমারোহে
বিদায় জানাতে তোমায় খোদার দেশে
নিঃসংকোচে মাটির ঘরে সেদিন শুয়েছিলে তুমি,
দুহাতে মাটি দিয়ে কবর তোমার সাজিয়েছি আমি।
বাবা, কোথায় আছ তুমি?
পুকুর পাড়ের কবর ঘরেতে আছ তুমি ঘুমিয়ে,
মনে পরে যখন স্বাদ করে খুব দেখতে ইচ্ছে জাগে।
জানি দেখা আর পাব না কভু এ ভব জনমে
ভাল থেকে যেন এই দোয়া করি প্রভুর দরবারে।