আমি নিষ্পলকিত দর্শন করতে চাই
তোমার ঐ চোখ দুটি বারবার।
আমি আমার পূর্ণাঙ্গ দৃষ্টির বলয়ে
আটকে রাখতে চাই তোমার ঐ চোখ দুটি বারবার।
তুমি দৃষ্টি বিলাশীনী,
ইচ্ছে করে তোমার চক্ষু জুড়ে
আমার প্রতিটি স্বপ্ন আঁকি।
ইচ্ছে করে তোমার চোখের পলকের
প্রতিটি কেশের গোড়ায় আমি পৌছে দিই আমার নিশ্বাস।
ইচ্ছে করে তোমার চোখের কুন্ডলি জুড়েই
শিহরণ জাগিয়ে দিই আমার অব্যক্ত প্রেমের।
ময়ুর পালকের উপরে অংকিত নকশার মতই যেন
তোমার ঐ দুটি চোখ।
তোমার চাহনি, চোখের পলক ফেলা, চোখ বুজে নিস্তব্ধতা,
লজ্জার প্রকাশনা, দীর্ঘ ঘুমে আচ্ছন্ন দৃশ্য কিংবা
নির্ঘুমতার চক্ষু দুটির দৃশ্যপট যেন
আমার কল্পনায় এক চির যৌবনা স্বর্গীয় রমনী।
মাঝে মাঝে মনে হয় চোখ দুটো যেন
নীল আকাশে ছুটে চলা এক টুকরো কোমল মেঘের পরশ।
মাঝে মাঝে মনে হয় চোখ দুটো যেন
রক্ত জবার মত লাল।
মাঝে মাঝে মনে হয় চোখ দুটো যেন
গাছের ডগায় জেগে উঠা সবুজ কচি পাতা।
মাঝে মাঝে মনে হয় চোখ দুটো যেন
আমাবশ্যার রাতে সদ্য জেগে উঠা চন্দ্রীকা।
মাঝে মাঝে মনে হয় চোখ দুটো যেন
লজ্জাবতী পাতা ছুয়ে দেওয়ার মুহূর্ত।
মাঝে মাঝে মনে হয় চোখ দুটো যেন
সদ্য ফুটে উঠা শাপলার গায়ের চির যৌবনা কোমলতা।
যেন লিওনার্দো দা ভিঞ্চির অংকিত প্রেমিকা মোনালিসা।
সে আমার চিরচায়িত প্রেম, আমার প্রিয়তা।