আমি বঙ্গবন্ধুর কথা বলতে চেয়েছি।
এ বাংলার মানুষের ভাগ্যবন্ধুর কথা বলতে চেয়েছি।
আমি বঙ্গবন্ধুর মোটা ফ্রেমের কালো চশমায়
স্বাধীন দেশের মানচিত্র দেখেছি।
আমি বঙ্গবন্ধুর তিক্ষ্ণ দৃষ্টিতে
মজলুম জনতার ভাগ্য গড়ার স্বপ্ন দেখেছি।
আমি শেখ মুজিবের কথা বলতে চেয়েছি।
আমি টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া খোকার কথা বলতে চেয়েছি।
আমি বাঙ্গালীর ভাগ্য কারিগরের কথা বলতে চেয়েছি।
আমি দুঃখিনী মায়ের চোখের জল
চিরতরে মুছে দেওয়া মানুষটির কথা বলতে চেয়েছি।
আমি বাংলার জমিনে কৃষক বাবার
সোনার ফলনের অধিকার প্রতিষ্টাতার কথা বলতে চেয়েছি।
আমি শেখ মুজিবের কথা বলতে চেয়েছি।
আমি স্বাধীনতার স্বপ্নচারী মহা মানুষটির কথা বলতে চেয়েছি
আমি শেখ মুজিবের কালো কোটে
বাংলার মানুষের দুঃখ আপন করার দৃশ্য দেখেছি।
আমি ৭ ই মার্চের রেসকোর্সে গলা ফাটানো
জনতা বন্ধুর স্বাধীনতাকামী চিৎকার শুনেছি।
আমি এ বাংলার মহানেতার কথা বলতে চেয়েছি।
আমি শেখ মুজিবের কথা বলতে চেয়েছি।
আমি একজন রাজনীতির কবির কথা বলতে চেয়েছি
ক্ষুদা মিঠানোর জন্যে অন্ন
ভুষনের জন্যে বস্ত্র
শিখনের জন্যে শিক্ষা
সুস্থ থাকার জন্যে চিকিৎসা
থাকার জন্যে বাসস্থান
জীবিকার জন্যে কর্মসংস্থান প্রতিষ্ঠা করা
মানব বন্ধুর কথা বলতে চেয়েছি।
আমি বাংলার জনতার পরমাত্মিয়ের কথা বলতে চেয়েছি।
আমি শেখ মুজিবের কথা বলতে চেয়েছি।
আমি ১৫ই আগষ্ট ধরিত্রী থমকে দেওয়া
দৃশ্যের কথা বলতে চেয়েছি।
বেঈমানের করাল গ্রাসে পরা মানুষটির কথা বলতে চেয়েছি।
১৮ টি বুলেট বিদ্ধ শরীরে রক্তগঙ্গা বহমান
আত্মত্যাগের কথা বলতে চেয়েছি।
আমি আপন দেশের মানুষের জন্যে
স্বপরিবারে আত্মহুতি দেওয়া শহীদের কথা বলতে চেয়েছি।
আমি ছাপ্পান্ন হাজার বর্গমাইলকে চিরতরে
ঋণী করে দেওয়া মানুষটির কথা বলতে চেয়েছি।
আমি ধানমন্ডির ৩২ নম্বরে পরে থাকা
বাংলা বন্ধুর নিথর দেহের কথা বলতে চেয়েছি।
আমি শেখ মুজিবের কথা বলতে চেয়েছি।
আমি অসমাপ্ত আত্মজীবনীর কথা বলতে চেয়েছি।
আমি স্বাধীনতা নির্মাতার কথা বলতে চেয়েছি।
আমি জাতির জনকের কথা বলতে চিয়েছি।
আমি স্বাধীন বাংলাদেশের স্থপতির কথা বলতে চেয়েছি।
আমি বলতে গিয়েও থমকে গিয়েছি।
হাজারো উপছে পড়া শব্দ চয়নে ব্যর্থ হয়েছি।
যিনি সকল সম্মোধন কে করেছে ম্লান।
তিনিই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।