চাঁদে গ্রহণ লাগার কালে ভুলের মায়া কার্যত,
লাভের ফসল পোকায় খেলো, থাকলো বাকি ধার যতো।
মুক্ত হয়েও বন্দি জীবন, থাকবে পড়ে সংকটে,
অবাক সময় তাকিয়ে থাকে অনুভূতির যানজটে।
নিয়ম করে বজ্রগুণন, অংক কষা দৃশ্যমান,
এ সংসারের নিছক চালে এমন হিসাব বিদ্যমান।
লেখার খাতায় শুন্যপাতা, কলম কালির দাগছাড়া,
সন্ধি, সমাস লোপাট হতেই দৃশ্যপটে বাগধারা।
অঙ্গীকারাবদ্ধ জীবন সরল পথে প্রাণোচ্ছল,
কথ্য যতো সত্য বচন- তথ্য ছড়ায় অনর্গল।
লাগামবিহীন ঘোড়ার পিঠে ছুটছে জীবন দুর্বিপাক,
অক্ষসহ কক্ষপথে গোল পৃথিবী ঘুরতে থাক।
মহাকালের শপথ করে বলছি আমি এমন নই,
রাজ্য বিসর্জনের পরেও মিথ্যে কথার ফুটবে খই।
দাবার চালে মুখোমুখি, ঘুঁটি চালায় অপরজন,
মুক্তমনে গ্রহণ করো আমার সরল সমর্পণ।