ধর্মগ্রন্থ ছুঁয়ে তুমি করবে যখন প্রতিজ্ঞা
কোমল ফুলের গন্ধ নিতে করতে হবে প্রতীক্ষা।
এমন মরণ হাজারবার,
ত্রিকালজয়ী রাত্রি শেষে ঝঞ্ঝা আসে দূর্ণিবার
অষ্টপ্রহর নষ্ট করে ডঙ্কা বাজে বারংবার।
মাটির নিচে পাতালঘর,
চারদেয়ালে ফাটল ধরায় ভয়ংকরী মাতাল ঝড়।
শূন্য জীবন অন্তঃসার,
ভুলভরা এক ইতিহাসের মিথ্যেবাদী গ্রন্থকার
হঠাৎ করে নিভবে পিদিম আসবে আদিম অন্ধকার
দেখবে চোখে সর্ষে ফুল আর বুঝবে ষড়যন্ত্র কার!
কান্না তোমার হাতির দাঁত,
লোক দেখানো যোগসাজশে করছো তুমি অশ্রুপাত
মৃত্যুবিহীন দীর্ঘজীবন এক নিমেষে ধূলিসাৎ
অন্তকালের যন্ত্রনাতে নিমজ্জিত অকস্মাৎ।
এমন জীবন কাম্য নয়,
মোহের কাছে মৃত্যুবরণ, সময় সাধন বিপর্যয়।
একোন বিষে বিষাদময়?
কূটনীতির ঐ অন্তরালে রাজায় রাজায় যুদ্ধ হয়
সৈন্যদলের দৈন্যদশা স্বল্প আয়ুর জীবন ক্ষয়
চাইনা এমন রাজ্য শাসন, অবাঞ্ছিত দিগ্বিজয়।
এমন রাজার জন্য শোক,
মিথ্যে গানের পংক্তিমালায় অশ্রুসজল তোমার চোখ
দিব্যজ্ঞানে দৃষ্টি প্রদান করবে সে কোন অন্ধলোক?
এমন রাজার জন্য মাতম চিরতরে বন্ধ হোক।