পৃথিবীর বাহিরে যা মহাজাগতিক
এ ধরার বুকে এসে হয় স্বাগতিক
এ জগতে দামি যতো খনি আকরিক
পৃথিবীর চেয়ে বেশি এদিক ওদিক।
নক্ষত্ররাজি মরে অপঘাতে
কৃষ্ণবিবরে যেন হারায় অমতে
গ্রহ, তারা, ধুমকেতু সৌরজগতে
বিলিয়ে আলোর ধারা ঘোরে যুগপতে।
আমিও তাকিয়ে দেখি দিনে যতো তারা
গ্রহণের কালে জেগে দিচ্ছে পাহারা
সূর্য আড়ালে থেকে দিয়েছে ইশারা
ম্লান আলো জ্বেলে রাখে গোলক কিনারা।
মহাকাশ ঘুরে ফিরে আসে যে জাতিকা
বহুদূরে পাড়ি দেবে যতো নিহারীকা
মহাপরিমন্ডলে কভু হবে দেখা
ছায়াপথ পাড়ি দিতে ভাঙ্গে সীমারেখা।
পৃথিবীর বাহিরে কি আছে কোন প্রান?
এই ভেবে ঘটে গেল কত অভিযান
বুকে বড় আশা নিয়ে ছাড়ি নভোযান
গতি তুলে নিতে হলো আলোর সমান।
কিভাবে জানাবো ভাব? কোন পরিভাষা?
সফল হলেও পরে থাকবে দূরাশা
কোনো প্রান কোনো গ্রহে যদি বাঁধে বাসা
সেখানেও উড়ে এসে জুড়ে ভালোবাসা।