এই সকালে, খুব অকালে
ভোর না হতেই, ঘুম না যেতেই
রৌদ্রছায়ার, ভ্রান্ত মায়ার
ঘোর হারাতে, রোগ সারাতে
ইচ্ছেমতো দিচ্ছো যতো
ব্যাখ্যার অতীত, বর্ণনাতীত
এমন কিছু টানছে পিছু
ভাবছো প্রিয়, অতীন্দ্রীয়
বাহুল্যতা, তোমার কথা
পড়লো মনে সংগোপনে;
নষ্ট ফুলের বাসনা নিতেই
মোড় ঘুরিয়ে, পথ হারাতেই
মেঘলা, গরম, কনকনে শীত
হর মাসেতে পত্র দিও
মিথ্যে প্রেমের রঙ মোচনে ৷
প্রসঙ্গত, তোমার কথা
পড়লো মনে সংগোপনে।