নিশুতি রাত ,
সোডিয়াম বাতিতে রাঙানো -
জনমানবশূন্য পিচঢালা কালো পথ ।

হাতের জলন্ত সিগারেট হতে -
উদিত হচ্ছে বিক্ষিপ্ত ধোঁয়া !

পিছে ফেলে সকল মায়া ,
গন্তব্যহীন একটা পথ চলেছি -
আমি আর আমার ছায়া !