রাজা তুমি এলেনা,
তোমার রুকস্যাকে মশারি নিয়ে এই সিকোইয়া বনে তুমি এলেনা।
তুমিই বরং বল
একাকী যে পাতার বিছানা ঝর্নার ধারে
যাতে কোনো নিদ্রা নেই সেটা কেমন বিছানা?
আমি একা উচ্চডালের পাতাদের ফাঁকে আঁকা
ভাঙা চাঁদ দেখি সারাটা রজনী, তুমি এলেনা।
তুমি কোথায় এখন?
হয়তো কোনো বিষণ্ণ নদীর ধারে, জেনে রেখো তবে
যে নদী ঢেউ দিয়ে ঘুরে ঘুরে কথা বলেনা,
সেই নদী কি সত্যি একটা নদী ?
অথবা আবার
তুমি কি নরম আলোয় কিছু স্পর্শ করতে গিয়ে
শোফার কিনারে
কোনো অনাগ্রহী নিশানা যথারীতি মিস করেছো?
পারোনি পারোনি সেটা আমি জানি
তবু যদি জিভে শোফা ফ্যাব্রিক নিয়ে
কোনো প্রকারে কিছুটা পেরেই থাকো,
তাহলে বলি
যেখানে জাগরণ নেই সেখানে কেমন মিলন?
আমার রাজা তুমি কেন এমন কাপুরুষ
এসোনা বরং সর্বস্ব ক্লিন গল্প করি সিকোইয়া বনের
মাঝে আমরা দুজনা; কেউ জানবে না
আমরা আবার নিরালা আকাশ দেখেছি
পাতার বিছানায় চিত হয়ে শুয়ে
সিকোইয়া শাখার পাতাদের ফাঁকে।*
------------------------------------------
* এই লেখাটা অন্য একটা সাইটে ছদ্মনামে পোষ্ট করা হয়েছিলো