কার বক্ষে আমার কক্ষপথ আড়ালে আড়ালে গিয়ে
থেমে থাকতে চায়, আমিতো সেটা চাইনা চাইনা
আমিতো তাঁর পরিধি থেকে ট্যাঞ্জেন্ট রেখা হয়ে
স্পর্শের বাতাস আভাস দিয়ে বহুদূরে এক পদ্ম মহাপদ্ম জলধি জলধি দূরে
বর্ষাতি তুবড়ি ছুঁড়ে মহাশূন্যকে আলোকিত করেই ভস্ম হয়ে যেতে চাই।

অনেক অনেক আলোক বর্ষ পরে সে দেখবে সেই রশ্মি, অবাক অবাক
তুমি কখন এসেছিলে আমার শাটিনে? ঘুমে নাকি জাগরণে? নির্বাক
করলে আমায়? আর কি কি ছুঁয়ে দিয়েছিলে তোমার ভাষার আমার প্রাসাদে?
ঝিনুক বোতাম? ধাতব ক্লিপ? কান পাশা নাকি ভালবাসার ভ্রমরটা
যে কৌটোতে  লুকোনো ছিলো সেটাকেও তুমি ছুঁয়ে দিয়েছো?
ওটাতো তোমার পরাগ নিয়ে দিন রাত
তোমাকেই গান শোনাতো ! -- " তোমার সাথে গানের খেলা
দূরের খেলা যে " , -- এই যাঃ আমি কাকে কী বলছি,
সে তো ভস্ম হয়ে গেছে আমাকে আলোর চ্ছটা দেখিয়ে ……