কবিতা লিখতে হলে
আপনারা সবাই কলমে সাদা কালি ভরে প্রথমেই কাগজের মাঝখান থেকে শুরু করবেন
তারপর ভেবে নেবেন ঠিক নরম মোমাভ্র রোদের রশ্মি বেয়ে গ্লাইড করে ওপরে যাবেন নাকি
আঁধারে স্লাইড করে নিম্নে মানে পিছল সিঁড়ি বেয়ে জলসিঁড়ির দিকটাতে নেমে যাবেন।
অনেকেই ফের মধ্যখানের স্থাপত্য ভেবেই হাজার লক্ষ মোহর মতো অথচ
অদৃশ্য ছত্র লিখতে লিখতে কলম ফতুর (হয়তোবা ভঙ্গুর জীবনও),
তখন বলবেন আহা কবিতা কবিতা
তুমি এক বিচিত্র ঈশ্বরহীন আরাধনা, অধরা উদারা মুদারা তারা ভরা চন্দ্রবোড়া থোরা থোরা …*
-------------------------------------------
*এই লেখাটা অন্য একটা সাইটে আজ ছদ্মনামে পোষ্ট করা হয়েছে