কেউ বলেছিল সে আমাকে লাল বটফল পথে নিয়ে যাবে একদিন
বেদিনীর ঝাঁপি থেকে কিনে দেবে কুরুবক মতো ঝিন্টিফুলের নোলক
পাছাপেড়ে শাড়ী আর যশোর চিরুনি।

আমার বিনুনি আজ সাদা বকফুল
কোনো ঘ্রাণ নেই তার,
তবু তার ভাষার সেই মাইল মাইল করুণ সিঁথি
বেয়ে শূন্যে হারিয়ে যাবে তার দু চোখের রথ, সেটা আমি জানি
মানি না মানি, সে নীহারিকা ভেবে এনে দেবে কিছু নরম রোদ
আমার বলয়ে, ছুঁয়ে দেবে সব সম্পত্তি তার কল্পিত প্রাসাদে
আমি তার নিঃশ্বাস শুনি, বিষণ্ণ গোধূলি বেলায় সে হোলি রঙ
এঁকে দেবে পাতায় পাতায়।*
---------------------------------------
* এটা অন্য একটা সাইটে ছদ্মনামে লেখা হয়েছিলো