কেউ তার ভরাট শ্রাবণ ঋতু ফেলে গেলে ঘুমের ভেতরে
দ্বৈপায়ন তীরে গেরুয়া বসনে ঋষি হয়ে যাবে সমস্ত পৃথিবী
অন্ধকার
লক্ষ কিমি দূরে সঞ্জয় সূত আপনি দেখুন হিমালয় শিখা
কেমনে নেমে এসে সিঁড়ি বেয়ে প্রতিভাত হয়, টুপটাপ
নায়াগ্রা প্রপাত অঞ্জন ঘন সিঁথিতে তার শ্রাবণে শ্রাবণে।

সেইসব আধুনিক নবীন প্রবীণ
যুবকেরা, যারা কবিতা লেখেন, উলট পালট পাইলট
পেন কামড়ে খাবেন, যদি দেখেন
আরণ্যিক পুরুষ ময়ূরেরা পেখম না মেলে জলকে যায়
ভাবে এক ময়ূরী যেন ক্ষুদ্র তরঙ্গ রঞ্জন রশ্মি পরিধানে
মিহি মসলিন টাইফুন আঁকা বাঁকা চাঁদ জলের তলায়!

তাহার পুঁথি একদিন
লেখা হবে শ্রাবণ শিখরে, ইতিহাসে পাতায় পাতায়!