আমি কি অনায়াসে ভালোবেসে পারতাম হতে
পিছল ঘাটের কাছে কোনো এক ঝুলে পড়া হিজলের ডাল ?
যেখানে একটা সকাল একা একা কথা বলে নির্জন জল
আরো গলে যায় খুব নিরালায় ।

জলের নুপুর ঝিলমিল রোদ নিয়ে অনির্বাণ খেলা
এই বেলা, এমনি হিজল ডাল, আধেক জলের ধারে
মিনে করা রোদ একাকী বেকার হলে
একফুট রুপালী জল থই থই পেয়ে গেলো সোনালি স্লিপারে
হাঁটু তক উঠে এলো মখমল, নিপুণ গোড়ালি,
দশটি তারকা যেন পাঁচ তারা রেটিং পেয়ে এক ফালি
আলোর বিম ছড়িয়ে, ওপরে বাহু বাড়িয়ে, জলে দাঁড়িয়ে
নির্জন দোল দিলে কতো ফুল ঝরে যেতো
চোখে মুখে জামার আড়ালে এক জলধি বেসামাল গীতি
‘জাগালো স্মৃতি’ বারে বারে
লোহিত প্রবাল কণা হোলি খেলা কোমল গান্ধারে !

সেই ডাল থেকে
মাছরাঙা উড়ে যেতো অন্য কোনো বনজ হিজলে
তার পাখার সব বর্ণীল রঙ গুলো ঝেড়ে ফেলে
সুচারু চোখের কাঁচে ঝিল মিল আহা,
সেই প্রাচীন ইশারা………

আমি কি কোনোদিন অনায়াসে ভালোবেসে পারতাম হতে
এমনি এক ঝুলে থাকা ফুলে ভরা আকুল ব্যাকুল
সেই হিজলের ডাল তার নিপুণ দীঘিতে ? *

==========================================
*এখানে বেশ কিছু জলে ভাসা হিজল ফুলের ছবি পাবেন
https://www.facebook.com/photo/?fbid=1974150606049992&set=pcb.1974151642716555