কারো অপার মেহগিনি দরজা থেকে বেরিয়ে
যদি স্থাপন শুরু করি দিশাহীন গ্লাস সিটি ব্রিজ
যেটার অন্য পাড়ে হয়তো বা থাকবে শুয়ে
শতাধিক মেঘের বেশে
ভেসে যাওয়া নদীদের জমাট আশা দুরাশার জমি
অন্য কোনো পৃথিবীর পথ,
অন্যকোনো রথে মৃত্যুরা ফিসফাস কথা বলে যায়
এমনই শ্মশান, গোধূলি সুড়ঙ্গে তার
কার মুখের আদল ভাসে,
দরজার ওপারে আরো দরজা দেখি আসে
বহুতল 'পেন্সিল বক্স' স্মৃতি নিয়ে, জ্যামিতি বেদনা,
এই ব্রিজের অন্য ধার যাবেনা কোথাও
সেই মুখ বিনা …*
----------------------------
* আমার শহরের অন্য নাম Glass City