আমি আজ বরাদ্দ তিন মাইল নির্জন ওক্ পাইন বনে হাঁটতে যাবোনা
কেননা আজকাল ওখানটাতে গেলেই একটি তৃষ্ণার্ত মলিন উট
কোথা থেকে হেঁটে এসে আমাকে ফলো করতে থাকে।

চোখে তার লো পাওয়ার সোলার বাতির ধূসর ফলসা শেড আঁকা
সাদাটে সাদাটে পুরোনো বালুমাখা রোদ !
সে তার প্রসারিত নরম নাসিকা আগিয়ে সশব্দে আমার জামার গন্ধ শুঁকে বলে,
তোমার নেমব্র্যান্ড আইজড টি-শার্টের কলারে
একটা পুরোনো নদী নদী ঘ্রাণ, কিছুটা লবণ দ্রবণ, তবু তোমার গহীন থেকে
কেটে নিয়ে আমাকে এক টুকরো ফ্রোজেন নদী এনে দাও প্লিজ!

আহা মনসিজ কাকে বলে জানিনা জানিনা,
সে কি একবার এলে আর কখনো চিরদিন ফিরে যায়না তার নিবাসে!
উট’টা তবু থামে না, সে কি আরব দেশের উট, নাকি এক রাজস্থানী থরো লালবালুময় বিস্ময়!
আমি আর কতোবার তাকে বলি, আরে উট মহাশয়,
এই জামাটা সেই জামাটা নয়
সেটাতো প্রায় পাঁচ যুগ আগে কোথায় যেন হারিয়ে ফেলেছি,
খুব সম্ভব হাডসন রিভারের জলে,
সেটার ছিলো বেদনা অথচ প্রফুল্ল প্রফুল্ল কালার জল ছলছলে
হারিয়ে ফেলেও না হারানোর প্রাণ চায় চক্ষু না চায় গানের আকার !

আমার এখনকার এই টিশার্ট, শপিং মলে গিয়ে সুদৃশ্য টি-পট সেটের সাথে ফ্রি পাওয়া
মাল্কিনের কিনে দেয়া শার্ট, যে কাঁদতে জানেনা, যে কিনা কখনো কাঁদেনি …
সে সব সমস্যা নিদারুণ গোপন রাখতে জানে তার নিভৃত বৈকাল হ্রদের জলে,
তাই এটার রঙ শুধু মাত্র একমাত্র নীল,
হারিয়ে যাওয়া সুনীলে সুনীল মতো বেদনায় লুকায়িত নীল ...!

আমি পকেটের ওপর থেকে কুমির এ্যাম্বলেম টা ছিঁড়ে দিতে পারি যদি তুমি চাও
তবে কিনা এই কুমিরটা তোমার যেটুকু জল আছে সবটাই খেয়ে নেবে, তাই বলি
তুমি ভাই আমাকে হান্ট না করে বরং ম্যানহাটান নদীটার পারে যাও।
=======================
(আবোল তাবোল খসড়া - তুই ফেলে এসেছিস কারে মন মনরে আমার)