নিঃশব্দতা চিরে রাস্তায় কুকুরের ঘেউ ঘেউ শোনা যায়।
আঁধারটা আরো একটু গাঢ় হয়।
চাঁদের আলো ঝুলবারান্দায়
গাছের ছায়ার সাথে লুকোচুরি খেলে।
আমি ইজি চেয়ারটায় শুয়ে তোর মুখটা
মনে করার চেষ্টা করি।
শরতের রাতের হাওয়া অল্প হলেও নেশা ধরায়।
নেশা হলেই তোর হাতের তালুর স্বাদ পাই।
মানুষজন সবাই গভীর ঘুমে ব্যস্ত।
স্বপ্ন দেখার চেষ্টায় লেগে আছে সব।
আমি চাঁদকে স্বপ্ন দেখাই।
তোর কালো চুলের ঢেউয়ে ভাসার স্বপ্ন।
রাত বড় কঠিন।
দিনের বেলায় ব্যস্ততা আমাদেরকে ভুলিয়ে রাখে,
মদের মত।
রাতে ব্যস্ততা উবে যায়।
জীবনের কঠিন বাধ্যতামূলক বাস্তবতা
দাঁতমুখ খিঁচিয়ে তেড়ে আসে।
আমরা ভয়ে ঘুমিয়ে পড়ি।
ঘুমিয়ে স্বপ্নে অপেক্ষা করি
পরের দিনের ব্যস্ততার জন্যে।
রাতে ঘুমাতে পারি না।
আমাকেও আমার কঠিন বাস্তবের মোকাবিলা করতে হয়।
আমার বাস্তবতা তুই।
তোর মুখোমুখি হতে ভয় পাই।
স্বপ্নেই তোকে মানায়।
অথবা চাঁদের আলোয়।