কুকুরের চেয়েও অধম
জানোয়ারের চেয়েও নিম্ন
যদি কোনো প্রানী থাকে,
মনের মাঝে স্বার্থ নিয়ে
পশুর মত হিংস্র হয়ে
মানুষের মত ভূষণ রাখে,
দেখতে মানুষ মনটা নেই
চালচলন দেখতে বেশ
মাথা ভরা বুদ্ধি রাখে,
দেখতে সোজা ঘাড়ে ত‍্যাড়া
গর্জনে বাঘ চলনে ভেড়া
মুখ শুধু তেজে ভাসে,
এক আসনে মন ভরেনা
কু-নজরে চোখ সরেনা
মন মাতাতে মরতে পারে,
স্বার্থ ছাড়া বোঝেনা কিছু
ললনা পাইলে খোজেনা কিছু
বন্ধ চোখে ভাসতে জানে,
কথায় বেলায় মিথ্যা বলে
নিজের দোষ অপরে চেপে
সাধুগিরি সাজতে জানে,
এত গুণের উপমা যে
ঘৃণা ভরে দেখি তাকে
নয়তো কেউ সে...
কলিজার মাঝে আপন করে
বুকের মাঝে আগলে ধরে
রাখে যে জন কে...
😁😁😁
শত শত উপমাধারী
সাপের চেয়েও বিষাক্ত
পুরুষ মানুষ সে..