কি তুমি বলোতো
রক্ত মাংসের অবয়ব,
নাকি প্রানহীন পুত্তলিকা।
কত অবিশ্বাস,কত অবহেলা
কত সইবে নিঃশব্দ যন্ত্রনা।
তুমি কি পারোনা ভুলতে তারে
যে পাষানও আঘাতে খন্ডিত করেছে
সুপ্ত দীপ্ত কোমল হৃদয়
কত সইবে এ নীরব যাতনা
বলনা রাত্রী একবার বলনা।
শরীর ক্লান্ত রোগের ভারে
হৃদয় কাঁদে যন্ত্রনায়
জীবনের কি মানে বলো
শুধুই কি বেদনা
আমিতো চাই একটু হাসি
তোমার ঠোঁটের কোণে
অবিশ্বাসী কঙ্কাল গুলো
রেখো না আর মনে।
*রাহুল*