বিশ্বাস করবো কাকে
যাকে ভালবেসেছি?
নাকি
যাকে নিয়ে ঘর বেধেছি?
ভালবাসলাম যাকে সেতো
দিলো অন্তরে আঘাত
পৃথিবীর সমস্ত দুঃখ দিয়ে
ছেড়ে দিলো হাত।
ঘর বাধলাম যাকে নিয়ে
ভেঙে দিলো সে মন
পর নারীতে মজিয়া সে
কষ্টে ভরিল জীবন।
ভালবেসে বিশ্বাস করে
চাইলাম বুকে রাখতে
সে বুকে মোর তীর বিধিয়া
যেতে চাইলো অন্যত্রে
ঘর বাধিয়া ভাঙলো বিশ্বাস
ব্যাথিত মোর হৃদয়
পোড়া মনে ব্যাথার অনল
দিয়ে গেল সে নির্দয়।
কারে করবি বিশ্বাস রে মন
কে রাখিবে করে আপন
অবিশ্বাসের পৃথিবীতে তাই
একাই কর দিন যাপন।