তোমার পাশে অন্য নারী
অন্য কারো ছায়া
পর ললনায় আসক্ত আজ
মনে তাহার মায়া
সুন্দরী সে অপরুপা
অন্ধকারের আলো
হাসিলে সে চাঁদ ঝরে
বেসেছো তারে ভালো।
দিনের আলোই তাকিয়ে দেখো
অন্ধকারে সোহাগে মাখো
ভালবাসা উজার করে
যতন করে বুকে রাখো।
এসব মাঝে আমি কোথায়
কোথায় আমার ছায়া
কেমন করে হারিয়ে গেলো
আমার প্রতি মায়া।
সে রাত কোথায় হলো বিলীন
কথার ওপর কথা
আমায় ছাড়া কাটে না ক্ষন
বুকে লাগে ব্যাথা
নিঃশ্বাস আমি বিশ্বাস আমি
আমি তোমার জান
আমি বিহীন শূন্য তুমি
রইনা দেহে প্রান।
সে দিন আজ ফুরিয়ে গেছে
অন্য কারো তুমি
মুখে শুধু সান্ত্বনা আজ
তোমার আছি আমি।
আমার তুমি আছো যদি
বুকে জড়ানো কে?
তাহার যদি হও তুমি
আমি তোমার কে?