অহর্নিশি যার লাগি কান্দে আমার হিয়া
সেই কেড়েছে পরান আমার, সে তো সুখের প্রিয়া।
জীবন যখন সংজ্ঞা হারায়,
প্রিয়া তখন পরবাসী হয়,
এমনই তাহার ভালবাসা
সকাল সাঁঝে ভাঙ্গে আশা,
স্বপ্ন সবই সাঙ্গ করে
জাল বুনে সে নতুন ঘরে,
আজকে যাহা আমার ছিল
তাহাই আবার অন্যে পেল,
হণ্যে হয়ে খুঁজতে গিয়ে
রিক্ত হাতে দেয় ফিরিয়ে।
বিধাতার সৃষ্টি সে তো উড়ছে রুপের অহমিকায়
ভূমি হতে কোন সে পুরুষ তারে ছুঁতে পায়?
যৌবনেরই বাহার তাহার
অর্থ দিলে তখনই তার,
স্বাধীনতার অজুহাতে
ডিস্কোতে যায় প্রতিরাতে,
ছেলেরা সব বন্ধু যে তার
বিয়েটা যে সাইনবোর্ড আমার,
তাহার দেয়া শেষ উপহার
রঙ্গিন খামে ডিভোর্স পেপার।
তবু মরার মনের টানে
চেয়ে থাকি পথের পানে,
এই বুঝি মোর আসে প্রিয়া
বুকে বুঝি নিবে টানিয়া,
বলবে আমায় তোমার বুকে
কাটাব দিন সুখে দু:খে।
সব স্বপ্নই ছিল ভুল
তাই মুখে দাড়ি, মাথায় চুল;
নেশার ঘোর কাটল শেষে
ঘুরছি যখন পাগল বেশে।।
কুড়িগ্রাম
৩১ মে ২০২০ ইং
রাত্রি ১.৩৫ ঘটিকা