তোমার দৃষ্টিতে ঝড়
হৃদয়ের খুঁটি নড়বড়,
ফেললে এ কি বোমা?
ভেঙ্গে চুরমার মম চিত্ত হিরোসীমা।

প্রথম দর্শনে কাঁপিল হীয়া
বজ্রপাতে কলিজা যেমন যায় পুড়িয়া,
তেমনি পুরিলে
এ কোন অনলে হৃদয় মোর অঙ্গার করিলে?

অঙ্গে তোমার রুপের পাহাড়
বিধাতার মনের মাধুরীর বাহার,
নজর পড়িলে নয়ন পোড়ায়
তবুও বাসনা নাহি গো ফুরায়।

ললাট তোমার সোনালী ভূমি
চিবুকে গারদ আমি আসামী,
প্রেমের অপরাধে নিজেকে করেছি বন্দী
তোমায় পাবার জন্য এঁটেছি কয়েদীর ফন্দী।

ভেবো না আমায় রুপের পূজারী
আমি শিকার তুমি শিকারী,
নইতো আমি রাজপুত্র, আমি যে তোমার শ্যামা
ভালবাসতে দাঁড়ি না দিয়ে দিয়ো হাইফেন বা কমা।

কুড়িগ্রাম
১৮ জুন ২০২০ ইং