সারাদিনের ব্যস্ত শহরেও নামে শুনশান নিরবতা,
গ্রামের রাতে বসে বলি নিজের সাথে কথা।
কারো কাছেই যায় না বলা মনে যত ব্যথা,
তবু হিয়া টারে শীতল করি দিয়ে তাল পাতা।
ভালাবাসার কবি নই, আমি নিশাচর,
যারেই আপন ভেবেছিনু, সেই করেছে পর।
ঘুম নেই আঁখি পাতে, রাতে হয়েছে ভোর
কে কেড়েছে স্বপন আমার, কে সে নিদ্রাচোর?
কুড়িগ্রাম
২৮/০৪/২০২০ইং
রাত্রি : ০১.৫০ঘটিকা।