মানুষ তুমি মিথ্যে বড়াই কেন কর?
একটা শস্য দানাও কি গড়তে তুমি পারো?
কে দিল তোমায় দালান কোঠা, কে দিল টাকা?
সাড়ে তিন হাত জমির বরাদ্দ তোমার জন্য রাখা।
সারাজীবন শ্রম দিয়ে গড়লে সম্পদের পাহাড়
মৃত্যু সাঙ্গ করলে ওসব, কে করবে আহার?
বাহারী সব পোষাকেতে সাজছো তুমি রাজকুমার
সেলাই বিহীন সাদা কাফন শেষ দিনে সঙ্গী তোমার
এক টুকুরো জমির লাগি ভাইকে তুমি করছ খুন,
হিংসা কিংবা অহমিকায় পরের ঘরে দাও আগুন
করলে মিছে মারামারি লাভ কি হলো শেষে?
মাটির দেহ একদিন ঠিকই মাটিতে যাবে মিশে।
যার জায়গা যার জমি
তাকে কি দিলে তুমি?
তিনি যেদিন দিবেন ডাক
তোমার যতই কাজ থাক,
যেতে হবে সব ছেড়ে
কর্ম ফল পাথেয় করে।
কোটি টাকার গাড়ি কিনলে অক্লান্ত শ্রম দিয়া
সোনার পালকি কিনেছিলে তোমার শখের লাগিয়া
মানুষ তুমি মিথ্যে বড়াই করছো কিসের লাগিয়া
সবার জন্যই বরাদ্দ ঐ, মসজিদেরই খাটিয়া।
কুড়িগ্রাম
৪ঠা জুলাই ২০২০ ইং