মাটির একটা পুতুলের ভিতর দিলেন ক্ষণিকের প্রাণ,
সব সৃষ্টির সেরা করে তাকে দিলেন সম্মান।
ফুল, পাখি, জল
নদী করে টলমল,
চন্দ্রের টানে জোয়ার ভাটার খেলা
সমুদ্রের বুকে নীল তিমিদের মেলা,
আকাশচুম্বী পাহাড়ের বুকে সুবজ অরণ্য
দু'দিনের ভূস্বামী হয়ে মানবকূল হল ধন্য।
বাঘ, সিংহ, হাতি ও সাপ বন্য প্রাণি আছে যত
মানব জাতির কাছে সকলে করেছে মাথা নত,
মাটির নিচে সঞ্চিত তেল, কয়লা ও গ্যাসের খনি
মানব তুষ্টির জন্য সৃষ্টি সোনা, রুপা ও হীরক মণি।
যাদের তরে সৃষ্টি হল, অপরুপ ধরণী;
সেই মানব জাতি ভুলিয়া তাঁরে শুকরিয়া করি নি।
ক্ষমা করো মোদের, ক্ষমা করো, হে দয়াময়
শেষ বিচারে তোমার প্রিয় হাবীব যেন চিনে আমায়
পাপের পাহাড় করিয়াছি জমা
জাহান্নামে যাব, তুমি না করিলে ক্ষমা,
তুমি মহান, তুমি দয়াল, তুমি মোদের স্বামী
তোমার কোরআন, তোমার দিন সবচেয়ে দামী।
অন্তর মোর করো পরিস্কার
দুর করো যত নষ্ট,
দিনের পথে চাই থাকিবার
করিও না মোরে পথভ্রষ্ট।
শেষ মিনতি- তোমার কাছে যেদিন দিবে ডাক
মুমিন করে নিও আমায় যতই ভুল থাক।
কুড়িগ্রাম
৭ই জুন ২০২০ইং
রাত্রি ২.৪৫ ঘটিকা