আমি যুদ্ধ দেখিনি,
আমি শুনেছি এর তান্ডবলীলা।
কত রক্ত, কত জীবনের বিনিময়ে
পেয়েছি আমাদের এই বাংলা।
আমি যুদ্ধ দেখিনি,
শুনেছি ঐ হানাদারদের কথা
ওরা গুলি চালিয়েছে বাঙালির বুকে
কেড়ে নিতে চেয়েছিল বাঙালিদের মুখের ভাষা।
আমি যুদ্ধ দেখিনি,
শুনেছি ঐ রাজাকারদের কাহিনী
ওরা বাংলাদেশ চায় নি, ওরা চেয়েছিল
এদেশে থেকে যাক ঐ শোষক বাহিনী।
আমি যুদ্ধ দেখিনি,
আমি শুনেছি ১৬ই ডিসেম্বরের কাহিনী
নয় মাস যুদ্ধ শেষে
জয় ছিনিয়ে নিয়েছিল মুক্তিবাহিনী।
আমি যুদ্ধ করি নি
আমি শুধু অনুভব করেছি ব্যথা
ছেলে হারানো মা আর স্বামী হারা স্ত্রীর আকুলতা।
আমি যুদ্ধ করিনি,
তবুও বলি, আমি বাঙালি সন্তান।
এখনও বাংলায় আছে অনেক রাজাকার শয়তান,
ধ্বংস করতে হবে তাদের অস্তিত্বময় বিচরণ।
কবিতাটি ২০০৯ সালে রচিত।
প্রথম প্রকাশ ডিসেম্বর ২০১০, দৈনিক রংপুর চিত্র।
২য় প্রকাশ - মনীষা-৬, বিতর্ক পরিষদ, কারমাইকেল কলেজ, রংপুর- ২০১২ সালে।