একটা স্বপ্ন আঁকতে চাই,
বাস্তবের একটা স্বপ্ন;
তোমাকে আমার করার সুন্দর একটা স্বপ্ন।

এই মেয়ে শুনো,
যাকে হারিয়ে ফেলবো ভাবতেই ভেতরটা কেঁপে ওঠে। যার অবর্তমানে দম বন্ধ হয়ে আসে,
অস্থির অচল হয়ে উঠি কর্মমুখর সময়।

তুমি জানো কি?
তোমাতে তাকাতেই নিজের প্রতিচ্ছবি খুঁজে পাই।
আগলে নিতে চাই হৃদয় অন্দরে; পরম যত্নে।
এক সাথে বেঁচে থাকতে চাই তীব্র চাওয়াতে।
তব চঞ্চল অন্তর বাঁধিয়া রাখিব আমার অন্তরে।

তুমি সুন্দর, সত্যিই সুন্দর!
লম্বা নাক, ঠোঁটের তিল; এক কথায় অতুলনীয়।
নীমিলিত চোখ তোমাকেই খুঁজে যায় প্রতিক্ষণ।
তোমার চোখে অভিমান ঝরে যাওয়া দেখতে চাই,
অনেক অভিমানে যবে নাক ফুলিয়ে কান্না করে দিবে,
আমি চোখের জল মুছে কোমল হৃদয় সাজিয়ে নিব; মন মাধুরি দিয়ে।

শুনছি, চাওয়াটা প্রবল হলে স্রষ্টা ফিরিয়ে দেন না।
লেখা ভাগ্যেও পরিবর্তন আসে অশ্রু ঝরা প্রার্থনায়,
প্রতিটা প্রার্থনায় তোমাকে আমার করে চাই।
চাই তুমি আমার জীবনে কল্যাণ হয়ে এসো।
আমার মানসে প্রশান্তি নিয়ে এসো।

চাই সুন্দর স্বপ্নগুলো পূর্ণ হউক,
ভালোবেসে হাটতে পারা হউক বহুদূর।
আমার ভালোবাসাকে জমিয়ে রাখবো তোমাতে।
হাতে হাত রেখে পূর্ণিমার আলোয় নদীর তীর ধরে বহুদূর হেটে যাব।
ভালোবাসার প্রতিশ্রুতিতে বৃদ্ধ হবো একসাথে।

আমি চাই না ঈশ্বর তোমাকে শুধু জীবন সঙ্গী করুক,
চাই তোমাকে আমার অনন্ত কালেরও সাথি রাখুক।

( প্রিয় মানুষটাকে উৎসর্গকৃত)