দৃষ্টির অগোচরে পালিয়ে গেছি,
জীবন থেকে অবসরে চলেছি দীর্ঘ অভিমানে।
জানি সবাই আমাকে ভুলে গেছে,
স্মৃতিরাও ঢেকে গেছে শ্যাওলার আড়ালে।
ফুলেল পথে আমার আর দেখা হবে না,
কথাও হবে না চোখে চোখে।
নির্দয় স্বার্থপর বাস্তবতায় কুকুরের মতো বাঁচা যায়,
দীর্ঘ সংকীর্ণ পথও প্রসস্থ হয় না সময়ে।
তপ্ত সাহারায় পথ চলতে হয় দিক হারিয়ে।
চাইলেই বেঁচে থাকা যায় না,
বেঁচে থাকতে হয় কোন প্রত্যাশায়,
সব পূর্ণতা মানুষকে বাঁচতে দেয় না।
অধিক শূন্যতাও আত্মাকে মেরে ফেলে সমানে।
বিদায় হে গ্রীষ্মের আকাশ,
চলে এলাম নিঃশব্দে, গহীন তিমিরে।