আচ্ছা কেউ কি এমন ছিলো, যে সকালে ঘুম থেকে উঠেই তোমাকে দেখতো, রাতে ঘুমাতো তোমায় দেখে।
কেউ কি এমন ছিলো, যার কল্পনায় তুমি ছিলে অক্সিজেন গ্রহণের মত।
একটু গ্রহন না করলেই দম বন্ধ হয়ে আসতো।
কেউ কি আসলেই এমন ছিলো, যে প্রচণ্ড রাগের পর তোমায় ছেড়ে না যেয়ে, খুব শক্ত করে জড়িয়ে ধরতে চাইতো।
কেউ কি সত্যিই এমন ছিলো, যার সহস্রবার ঘুম বাঙতো কথা বলবে বলে।