সেই সকাল থেকে কাঁদছে আকাশ
থামবার নাম গন্ধ নাই
প্রেমিকের মন ভালো নেই
যোগাযোগ নাই তার ললনার সাথে
আম গাছের নিচে মানুষের মিছিল
হলদে লাল আর সবুজ আমে ভরে যাচ্ছে সবার থলে
সবজি বাগান আর ফুল বাগানেও
ঈদের আনন্দ ঝলমল করছে গাছের চেহারা
অফিসের ফোন দেরি হলেও
যেতে হবে দূরের লোকেরা আসবেনা
আচ্ছা বলুন তো ? কাছের বলে কি বৃষ্টি আমাদের ভিজাবে না !
জড়ও বুঝি বলবে, তুমি এলাকার পাশে যাও আমি ভিনদেশী খুঁজছি !
বাসায় গুটগুটে অন্ধকার
যেতে হবে মোমবাতির দোকান
তবে শোন,আজ তারাও বেজায় চড়েছে
পাঁচ টাকার মোম পোনারো টাকা
তাতে কি আমরা তো ঠেকায় পড়েছি 😠