আমি ভেবেছিলাম তোমার জীবনে আমি বৃষ্টি ভেজা দিন
বর্ষণের শেষেই নামবে শীতল হাওয়া ।
আমায় অবাক করে দিয়ে বৃষ্টির পরেই এলো তীব্র রোদ
এ যেন গ্রীষ্মের বিরক্তকর দুপুর।।
আমি ভাবলাম বৃষ্টির পরেই অক্টোবর আসবে
পাতা ঝরবে,ফুল ফুটবে।,
কিন্তু আমি ভুলেই গেছি,
বৃষ্টি কখনো কখনো কালবৈশাখী ও আনে।
খুপড়ি ঘর,
প্রচন্ড বাতাসে বসে থাকা মা’ই জানে
সময় কত নিষ্ঠুর।
মগ ঢাল ভাঙ্গা গাছটাই জানে অঙ্গহানি কত কষ্টের।
বজ্রপাতে মরে যাওয়া কিশোরের মাই জানে
প্রকৃতি কত নির্দয়