তার সুর্ন্দযেই আমি কবি হয়েছি
তার কথায় বিভোর হয়ে
নিজের কাব্যিকতাকে প্রসারিত করেছি
সে আমার চান্দিক কবিতা ও
কাব্যিক জীবনকে উপেক্ষা করে
নতুন স্বপ্নে বিভোর
তার চোখ, তার ঠোট, নানা কবিতার মত মন
আমার হেসে বলে তুই পাগল
তোর পাগলামি আমার ভালো লাগে না
আজ হঠাৎ এমন কথায়
আমি অবাক হবো কিনা ভাবছি
তার এমন অদ্ভুত আচরণের
পিছনের কারণ খুঁজে আমি হতাশ হয়েছি
সংক্ষিপ্ত )