আবার কেন ভুলতে বলো,
স্বপ্ন দেখিয়ে কোথায় চলো।
কোথায় তোমার শেষ ঠিকানা,
কেন মনে এত ঘৃণা।
***************
আবার কেন চেয়ে দেখ,
কখনো ভালো-মন্দে রাখো।
কী লাভ বলো- এমন করে,
কোন স্বার্থের জয়ন্তী ডোরে।
***************
আবার কখনো আশায় ভাসাও,
কখনোবা অকারনে ডোবাও।
হঠাৱ করে হারিয়ে যাও,
আবার কেন ফিরে তাকাও।
***************
আবার কেন মনে হয় এমন,
মনটা করে কেমন কেমন।
তোমার পাওয়ার আকুলতা,
বাড়িয়ে চলো নিষ্ঠুরতা।
***************
এমন করে আর কত দিন,
বাড়বে আবার সুদের সে ঋণ।
তুলবে মিছেই লোক দেখানো স্লোগান,
পাকা ক্ষেতেই গড়বে শ্মষান।
***************
আবার আবার করে এমন,
দিন কেটে যায় যেমন-তেমন।
আসে তবু সুখের সে দিন,
বাজে শুধু বিষের সে বিন।।
======০০====০০====