বাড়ন করি কতই বাড়ন,
দেখিস না আর তারে।
দেখলে পড়ে জাগবে মায়া,
হৃদয় বিষাদ মিনারে।
এতই বলি যাস নে আর,
নিষিদ্ধ ফল খেতে।
কারণ জেনে বাড়ন করি,
হাতে বাধন থাকে না হাতে।
এতই বলি ব্যর্থ হলে,
দুঃখ কেন করিস?
সফলতার শপথ নিয়ে,
ঘুরে কেন না ফিরিস?
স্বভাব বুঝে সাধ্য খুঁজে,
অভাব পূরণ করে।
বিবেক যদি যায় ধুলোতে,
কণার রঙ্গে চক্ষু খড়ে।
তবু চলি যে-যার মতো,
যে বুঝে যাই ভালো।
তিতো হলেও মন্দ ভালো,
মজার পিপাসে কালো।
আধার ভরা যায় না দেখা,
যার কাছে যা ভালো।
ক্ষণকালীনে কাটলে সময়,
ঘুনিয়ে নাকি পায় আলো।