স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই,
সম্ভাবনার সিঁড়ি যত বেয়ে যাই
আত্ম-প্রত্যয়ী মনোভাবে চলি;
সিদ্ধিলাভের বাস্তবতায়।
জেগে উঠে, জেগে তুলি,
আপন স্পৃহায় দৃষ্টান্ত ফলি
পদচারণার প্রস্তাবনায়।

নিজে বাঁচি, অন্যেরে বাঁচাই
মোরা সবারে ঘোষি একাত্মাই-
ভালবাসায় প্রাণ উজাড় করি।
ঘৃণা-বিদ্বেষ, পরনিন্দা-গীবত,
ভেদ ভূলে গড়ি; অটুট পর্বত
স্বদেশ-প্রেমের রাজত্ব গড়ি।

আপনার তরে ভালো কিছু করি,
মঙ্গলের তরে আত্ম-ভীত গড়ি,
সুযোগ সৃষ্টির আশিষে হই ধন্য।
ভালোর গভীরে দূরদৃষ্টি রাখি,
আপন ছায়ার নজির আঁকি
যাত্রাপথে অবদানের জন্য।

জীবন মোদের দেশটি সবার,
একে অপরে মিশে একাকার
সবার তরে উৎসগে যাই।
সত্যকর্মে বাঁচাবার, স্ব-প্রতীমার দায়িত্ব সবার
মাথা উচু করে বাঁচার তরে-
এস, বীরত্বের মালা গাতি-
ইতিহাসে ফিরে তাকাই।

ডাকি মঙ্গলের তরে-
আপনার ভালো আপনে চাই বলে,
ভালো থাকার সুযোগ সৃষ্টি হলে
সবার প্রাণের জাগরণে।
অতৃপ্ত আত্মারে বিসর্জন দিয়ে
আপন চাহিদা মিটে; চলার গতিরে ফলপ্রসূ করে
অন্যের মাঝে বিলাই পরার্থ প্রয়োজনে।          

3.3.17