সেদিন থেকে দিন গুনি
স্বাধীকার ভুবনে।
তুমি নিবে যাওয়া মর্শাল
জ্বলে দিলে- হৃদয় প্রাঙ্গণে।
কন্ঠদ্বারে তোমার বুলি
হাসি-কাদি কাঁধে লয়ে।
পরিপূর্ণ অক্ষরমালা,
পুষ্পরাজির বরিত বালা
তোমার কদম ছুঁয়ে।
তোমার ফুলের সুবাস আজি,
বিশ্ব বাগিচা জুড়ে।
ফুটে উঠে সান, সুরোভিত দান
আপন ভাষার প্রাণে দানে
আপনে পেল ফিরে।
ধন্য তুমি তুমি চলার সাথী
ভাবের খেয়ায় গোরের বাতি
মুসাফির আদরে।
সবার প্রাণে মুগ্ধ দোলা
গর্বে তুমি আত্মভোলা
একের ভেতর খুঁজে তুমি
সবার মাঝে তোমারে...।