বিবেকের আয়নায় ভাসে মোর মুখ
হৃদয়ে জাগে গভীর আরধনা;
তুমি বিনে সৃজিত কে?
এ মায়ার জগৎ- কার তরে করি গো বন্ধনা।
আবার তুমি আসতে যদি ফিরে,
প্রাণের দোলায় জাগে শিহরণ
এই বুঝি আসবে তুমি-
পথ চেয়ে তোমারী আগমন।
কেন জানি নিস্তেজ শিরে,
তোমার পদচারণা কামে;
স্পশহীন কাতরনের নিবেদন।
আবার তুমি আসতে যদি ফিরে,
শান্তির আলোয় হতাম আলোকিত
থাকতাম কী ভীরু হয়ে।
নূরের খেলায় মেতে ছুটি,
মরা বৃক্ষের সৎকারে টুটি
অবাক বাহুবল দেখত চেয়ে চেয়ে।
হিসাবের ভাবনাগুলো পায়নি কো সাত্ত্বনা,
ধুকে ধুকে মরে – কোন অনুরাগে।
ভাবি কভূ যা, আমি নইকো তা
বিবেকে পুড়ে মরি- গভীর অনুমানে।
লজ্জায়-ঘৃণায় ফিরে নেই তারে,
ধিক্কার জেনে; মাথা নিচু করি
গড়োনি তুমি নিজেরে।
তোমার কামনায় পুজিশুন্য তুমি
পথে ধূলি বায়ূশ্বাসে মরি,
ধিক্কার তারে আপনী আপনারে।